আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সেনবাগ বার্তার, এই সংবাদ মাধ্যম, যার মূল লক্ষ্য হবে সেনবাগের প্রতিটি ঘটনার সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ জনগণের সামনে তুলে ধরা।
সেনবাগ বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ মনোয়ারুল হক বলেন, “আমরা সেনবাগবাসীর তথ্য অধিকার নিশ্চিত করতে চাই। এই প্ল্যাটফর্ম সেনবাগের উন্নয়ন, সংস্কৃতি ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সকলের প্রত্যাশা, সেনবাগ বার্তা সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সেনবাগের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে।
সেনবাগের কথা, এখন সেনবাগ বার্তায়!