রফিকুল ইসলাম সুমন:
সেনবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী-৭নং মোহাম্মদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ রমজান বৃহস্পতিবার বাদ আসর উপজেলার শের ই বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে হাফেজ মনির আহমদের কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, ইউনিয়ন জামায়তের আমীর ও সেবারহাট মেডিক্যাল এর স্বত্ত্বাধিকারী মো: আবুল খায়েরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মো: জহির হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াত ইসলামির আমীর অধ্যক্ষ সাইয়েদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা শাখার আমীর মাওলানা ইয়াছিন করিম,সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, পৌর জামায়াতের আমীর ইয়াছিন মিয়াজি সহ অনেকেই। উক্ত ইফতার মাহফিলে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ সাইয়েদ আহমদ। এসময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী সহ প্রায় ২(দুই) সহস্রাধিক রোজাদার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত