রফিকুল ইসলাম সুমন:
নোয়াখালীর সেনবাগে কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে, পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত অসহায় ৫(পাঁছ) শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোয়াজ্জেম হাছান কাজলের পৃষ্ঠপোষকতায় ও সাবেক ছাত্র নেতা শাহজাহান সাজুর সঞ্চালনায়,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার। ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক নুরুল হাছান সবুজ ও নজরুল হাছান বুলুর সার্বিক তত্ত্বাবধানে ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরনবী মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সাবেক সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন আর্মি, বিএনপি নেতা আইয়ুব আলী স্বপন,যুবদল নেতা সোহাগ আহাম্মেদ সহ অনেকেই।উপহার সামগ্রীর মধ্যে ছিল শেমাই,চিনি,দুধ,মুড়ি, চিঁড়া,আলু,ছোলাবুট, সয়াবিন তৈল,পেঁয়াজ সহ অনান্য ভোজ্য পণ্য। এছাড়া ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে এলাকার হতদরিদ্রদের মাঝে অতীতের ন্যায় এবারও নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গি বিতরণ করবেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।উল্লেখ্য, কাবিলমিয়া ফাউন্ডেশন বিগত অর্ধযুগের ও বেশি সময় ধরে ঐ এলাকায় অসহায় মানুষদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত