ডেস্ক রিপোর্ট:
সেনবাগের ৮ নং বীজবাগ ইউনিয়নে অবস্থিত শাহানশাহ হক ভান্ডারী বি এম বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল কালাম আজাদ (বি.এ,বি-এড) এর ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এবং ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছারের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসা,এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসার আরবি প্রভাষক নুরুল আফসার, বিশিষ্ট সমাজ সেবক ও পরিচালনা পর্ষদ সদস্য ফয়জুল হক চৌধুরী সবুজ মিয়া, বীজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাহাব উদ্দিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন জামা,নগদ টাকা সহ ঈদ সামগ্রী তুলে দিয়েছেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় বহু লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত