রফিকুল ইসলাম সুমন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর সেনবাগে মিস্ বাহুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্দ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।২৮ মার্চ, ২৭ রমজান শুক্রবার বিকেলে উপজেলার ফেনী -নোয়াখালী মহাসড়কের পাশে কল্যান্দী বাজারের পূর্ব পাশে অবস্থিত মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আবুল হাসান।
এসময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা পেশ করেন,কল্যান্দী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নাসির উদ্দীন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছমিরমুন্সীর হাট আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার মুহতামিম মোয়াজ্জেম
হোসেন,সেবারহাট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সাখাওয়াত হোসেন। শায়েস্তানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মুজাহিদুল ইসলাম, শিক্ষক হাফেজ মাওলানা আকবর হোসেন, মাষ্টার জহিরুল ইসলাম, শিক্ষক খলিলুর রহমান সহ অনেকেই। আলোচনা শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দীন।এসময় স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার ছাত্র -শিক্ষক -অভিভাবক ও এলাকাবাসীসহ প্রায় ২ (দুই) শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।