নিজস্ব প্রতিবেদক:
সেনবাগের কানকিরহাট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান বুধবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এডভোকেট সামছুদ্দিন হায়দার এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত সাবেক সহকারী প্রধান শিক্ষক সত্য নারায়ণ সাহা,মোঃ নুরুল হক এবং সহকারী শিক্ষক শহিদ উল্যাহ এই তিনজনকে বিদায়ী সংবর্ধনা স্বরুপ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও বিদ্যালয়ের সভাপতির নিকটতম আত্মীয় নারী উদ্যোক্তা কারুনীলের সত্ত্বাধিকারী মিসেস ফাতেমা সাইয়েদার ব্যক্তিগত পক্ষ থেকে বিদ্যালয়ের ৩০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অভিভাবকদের উপস্থিতিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় ২ নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, প্রাক্তন কাস্টমস কর্মকর্তা আবদুল হালিম, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এবং সাবেক মেম্বার জামাল উদ্দিন পাটোয়ারী, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মাসুদুর রহমান,দাউদ হোসেন, বিপ্লব, আরেফিন, মামুন আজাদ এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী- শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্যান্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত সংবর্ধনা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।