নিজস্ব প্রতিবেদক:
সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ এপ্রিল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী- সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ বদরুল হাসান মামুন।
সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন বি.এস-সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নুরুজ্জামান।
আগত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিভিন্ন ইভেন্টে নৈপুণ্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।