সেনবাগ বার্তা ডেস্ক:
নোয়াখালী জেলার সেনবাগে বাবুপুর শ্রীপুর হরিণ কাটা মাওলানা গাজী এয়াকুব আলী (রহঃ) সাহেবের দরবারে উনার স্নেহধন্য জেষ্ঠ্য নাতি গাজী আমির হোসেন হুজুরের ১৭ তম ওরশ মাহফিল ২৫ এপ্রিল, শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হয়েছে।এতে আওলাদে গাজী, আশেকানে ও ভক্তগানে গাজীদের অংশ গ্রহণে আলোচনা, জিকির আজগার,মিলাদ,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় দেশ- জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আয়োজিত ওরশ মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিলেন- গাজী মাসুদ সাহেব। সহযোগিতায় ছিলেন- গাজী মামুন সাহেব এবং গাজী কালু সাহেব।
উল্লেখ্য যে, দোয়া মাহফিলের শেষে আগত ভক্ত আশেকানদের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
আয়োজনে গাজী আমির মঞ্জিল।