সেনবাগ বার্তা ডেস্ক:
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, জার্মান প্রবাসী ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজ সেবক নেছার উদ্দিন ভুইয়ার উদ্যোগে উনার মমতাময়ী মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন আশরাফুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল রবিবার বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক সাংবাদিক নুর হোসেন সুমনের পরিচালনায় এ সময় প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিন, পরিচালক শহিদ উল্যাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু মোজাম্মেল হক,রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, নিজাম উদ্দিন ভুইয়া, আবদুর রহমান ভুইয়া সহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নেছার উদ্দিন ভুইয়ার ভগ্নিপতি নেজাম উদ্দিন এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খাবার পরিবেশনের পূর্বাহ্নে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন- আশ্রাফুল উলুম মাদ্রাসার মুহতামিম,মাওলানা আবদুল মান্নান।
উল্লেখ্য যে, নেছার উদ্দিন ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইতিপূর্বে ও সমাজের অসহায় এবং গরীবদের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতামূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে।
আয়োজিত খাবার পরিবেশনের সার্বিক বাস্তবায়নে ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থা,সেনবাগ,নোয়াখালী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত