সেনবাগ বার্তা ডেস্ক:
সেনবাগ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ রায়হান প্রকাশ রাজু,পিতা- মোঃ ইব্রাহিম, সাং- বিষ্ণুপুর, নজির মিয়ার বাড়ি, নবীপুর, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১১ মে রবিবার রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রায়হানকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটকের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত