মেহেদী হাসান হৃদয়:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
১২ মে রোববার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।
অভিযানকালে দেখা যায়, জনাব মো. ফরহাদ (৩৫), পিতা- ওয়াজি উল্ল্যা, গ্রাম- বিরাহিমপুর, উপজেলা- সেনবাগ, জেলা- নোয়াখালী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। এতে তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(১) ধারা লঙ্ঘন করেন, যার জন্য ১৫ ধারা মোতাবেক তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমির সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত