সেনবাগ বার্তা ডেস্ক:
সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়নের অন্তর্গত বীরকোট পশ্চিম পাড়া বাইতুন নুর জামে মসজিদ কমিটির উদ্যোগে একটানা ৪০ দিন জামায়াতে (তাকবির উল্লার) সহিত নামাজ আদায়কারী ১২ থেকে ২০ বছর বয়সী কিশোরদের মধ্যে মঙ্গলবার বিকেলে মসজিদ পাশ্ববর্তী ময়দানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী, বীরকোট জনকল্যাণ সমিতির সভাপতি ইউনুছ পাটোয়ারী বাচ্চু।
মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীরকোট জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, ব্যাংকার (অবঃ) নুর নবী।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনোয়ারুল হক।
এ ছাড়াও ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড বীরকোট গ্রামের সাবেক মেম্বার জামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম খোকন সওদাগর, বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম, আবু জাহের সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মসজিদের প্রতিষ্ঠাতা মৌলবী এ কে এম বলাকাত উল্যাহ সাহেবের সুযোগ্য সন্তান, যুক্তরাজ্য প্রবাসী শহিদ উল্যাহর ব্যক্তিগত অর্থায়নে তাকবির উল্লার সহিত জামায়াতে নামাজ আদায়কারীদেরকে পুরস্কার হিসেবে বাই সাইকেল, ইসলামীক বই ও কুরআন শরীফ দেওয়া হয়েছে।
উপস্থিত মেহমানবৃন্দ তাদের বক্তৃতাকালে সবাই এরকম ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, নামাজ কায়েমের জন্য এটি একটি মহতী কার্যক্রম বলে উল্লেখ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ মনোয়ারুল হক , মোবাইল: ০১৭১৮৮৬৩০৪৫, সেনবাগ, নোয়াখালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত