সেনবাগ বার্তা ডেস্ক:
সেনবাগ উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিবস, ১২ ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি- ঈদ -ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সেনবাগ উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে শুক্রবার সকালে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
এদিন প্রথমেই উপজেলার কানকিরহাট বাজারে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিনের নেতৃত্বে আশপাশের এলাকাগুলো থেকে নবী প্রেমিক আশেকে রাসূলগণ সমবেত হয়ে জুলুসটি কানকিরহাট বাজার প্রদক্ষিণ করে।
পরবর্তীতে সবাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে সেখান থেকে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের নেতৃবৃন্দের সহযোগীতায় উপজেলার সবগুলো ইউনিয়ন এবং পৌরসভার শতশত আশেকে রাসূলগনের অংশ গ্রহণে নারায়ে তকবির,আলাহু আকবর, দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম শ্লোগানের মাধ্যমে এক বিশাল জশনে জুলুস (র্যালী) সেনবাগ পৌর শহর প্রদক্ষিণ করে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন-
সেনবাগ উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি, ফয়েজুল হক চৌধুরী সবুজ মিয়া,সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।
জুলুসের শেষার্ধে দেশ-জাতি সহ সমস্ত মুসলিম উম্মাহর শান্তি -সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং তোবারক বিতরণের মাধ্যমে আয়োজিত জশনে জুলুসের কার্যক্রম সমাপ্তি করা হয়।