সেনবাগ বার্তা ডেস্ক:
সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেনবাগ মেট্রো শাখার উদ্যোগে শুক্রবার সকালে সেনবাগ আইডিয়াল হাইস্কুলের হল রুমে মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ফিন্যান্সিয়াল এসোসিয়েট জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মাসুম বিল্লাহ।
ফিন্যান্সিয়াল এসোসিয়েট বেলাল হোসেন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন-সেনবাগ মেট্রোর ইউনিট ম্যানেজার মো.মোস্তফা, ইমাম উদ্দিন রনি, ফিন্যান্সিয়াল এসোসিয়েট আবু নাঈম চৌধুরী, পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদরুল হোসেন।
এ সময় কানকিরহাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.মনোয়ারুল হক,ফিন্যান্সিয়াল এসোসিয়েট জান্নাতুল ফেরদাউস এবং সোনালী লাইফের স্থানীয় এসোসিয়েটগণ, শুভানুধ্যায়ী সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,কোম্পানির পক্ষ থেকে প্রয়াত গ্রাহক মো. বেলাল হোসেনের সন্তান ইমাম হোসেনের হাতে প্রিমিয়ামের দাবীকৃত ২,১৫,২৭৮/-(দুই লক্ষ পনের হাজার দুইশ আটাত্তর) টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের শেষার্ধে প্রয়াত গ্রাহক মো. বেলাল হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন- সেনবাগ আল জাহিদ ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম।