সেনবাগ বার্তা ডেস্ক:
সেনবাগ দলিল লেখক সমিতির নির্বাচন ২০২৫ সাব রেজিস্ট্রার কার্যালয়ে ২০ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলে। ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষে দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তার নেতৃত্বে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে ভোট গ্রহণ কর্মকর্তা সবার উপস্থিতিতে ভোটের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, আবু নাছের ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাং আবু ইউসুফ মজুমদার ৪৮ ভোট পেয়েছেন।সহ সভাপতি পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, আবদুল গণি ৮২ ভোট পেয়ে প্রথম সহ সভাপতি এবং মো ওমর ফারুক ৬৯ ভোট পেয়ে দ্বিতীয় সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন হুমায়ুন কবির হুমু ৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনুল হক বাহাদুর ৫৮ ভোট পেয়েছেন।
সহ সাধারণ সম্পাদক ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, মোহাম্মদ মোস্তফা ৮৩ ভোট পেয়ে প্রথম সহ সাধারণ সম্পাদক এবং
মনছুর আলম চৌধুরী ৮১ ভোট পেয়ে দ্বিতীয় সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৫৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহিদুল আলম চৌধুরী ৫৪ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন,আবদুর রহমান ভূইয়া ৮৩ ভোট পেয়ে প্রথম কোষাধ্যক্ষ এবং মো.মিজানুর রহমান ভূইয়া ৫২ ভোট পেয়ে দ্বিতীয় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, শামছুদ্দোহা সোহাগ ৬৯ ভোট পেয়ে প্রথম সদস্য, মো. ইয়াকুব ৬১ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য, অহিদ উল্যাহ ৫৭ ভোট পেয়ে তৃতীয় সদস্য এবং মো. শাখাওয়াত উল্যাহ মজুমদার টিপু ৪৯ ভোট পেয়ে চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, ১৩ টি পদের জন্য ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, মোট ভোটার সংখ্যা ছিল ১২৬।